চল্লিশ হাজার মুক্তিযোদ্ধার সনদ বাতিল হচ্ছে!


বেসামরিক ক্ষেত্রে শুধুমাত্র লাল মুক্তিবার্তায় নাম এবং ভারতীয় গেরিলা বাহিনীর করা তালিকার বাইরে যারা সনদ নিয়েছেন এবং বিভিন্ন প্রয়োজনে যারা সাময়িক সনদ গ্রহণ করেছেন তাদের সনদ বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ সামরিক ও রাজনৈতিক সরকারের প্রধানের স্বাক্ষরিত মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে এখন মুক্তিযোদ্ধার সঠিক অবিতর্কিত তালিকা করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, আসছে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চের আগেই মুক্তিযোদ্ধাদের সঠিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
মুক্তিযুদ্ধের
পর সেক্টর কমান্ডার ও সাবসেক্টর কমান্ডারদের প্রকাশনা থেকে জানা যায়,
মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর সদস্য সংখ্যা ছিল ২৪ হাজার ৮০০ এবং অনিয়মিত
বাহিনীর সদস্য সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার। অর্থাৎ মোট ১ লাখ ৩১ হাজার ৮০০
জন।
এখন মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৪০ হাজার। সরকার পরিবর্তনের সঙ্গে
মুক্তিযোদ্ধাদের সংখ্যা হেরফের হয়। সাময়িক সনদপত্র ও সরকার প্রধানের
প্রতিস্বাক্ষরিত সনদ বাতিল করে ভাতা বন্ধে চিঠি দেওয়া হয়েছে।