টিআইবির দেয়া প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ত্রুটিপূর্ণ ও মনগড়া


টিআইবির দেয়া প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ত্রুটিপূর্ণ ও মনগড়া বলে প্রত্যাখ্যান করলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংএ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জনাব ড. হাছান মাহমুদ বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর বিএনপি কিছু অভিযোগ উপস্থাপন করেছিল। পরবর্তীতে যখন নতুন সরকার গঠিত হলো তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাচন নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে। সেখানে নির্বাচন নিয়ে টিআইবির পর্যবেক্ষকই ছিল না। তিনি বলেন, এই প্রতিবেদনের সঙ্গে বিএনপির বক্তব্যের ৮০ শতাংশ মিল ছিল। মনে হয়েছিল বিএনপির হয়েই তারা প্রতিবেদন প্রকাশ করেছে। টিআইবি এমন রিপোর্ট প্রকাশ করে দেশকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করছে বলেও তিনি দাবি করেন।