বিশ্বাস বিল্ডার্স ভবনে আগুন


রাজধানীর নিউমার্কেট এলাকার বিশ্বাস বিল্ডার্সের একটি ভবনে আগুন লেগেছে।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিভেন বলেন, নিউমার্কেট এলাকায় বিশ্বাস বিল্ডার্সের ২২ তলা ভবনের ৩য় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তিনি আরো বলেন, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।