মালয়েশিয়ায় আগুনে পুড়ে মারা যাওয়া বাংলাদেশির পরিচয় মিলেছে


মালয়েশিয়ার পেরাক প্রদেশে একটি বিনোদন কেন্দ্রে দগ্ধ হয়ে মারা যাওয়া বাংলাদেশির পরিচয় মিলেছে। ওই প্রবাসীর নাম জহিরুল ইসলাম (২৭)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের মৃত ডা. হাসিবুর রহমানের ছেলে।
মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার (২০ ফেব্রুয়ারি) জালান রাজার এলাকার টাইম স্কয়ার নামে বিনোদন কেন্দ্রের চতুর্থতলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন মারা যান। এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি ছাড়াও মালয়েশিয়া ও ভিয়েতনামের নাগরিক মারা গেছেন।আগুনের সূত্রপাত উদঘাটনে এরই মধ্যে তদন্তে নেমেছেন সংশ্লিষ্টরা।