র্যাগিং: ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার


ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোস্যাল ওয়েলফেয়ার বিভাগে ২০১৭-১৮ সেশনের ৫জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ইবি প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মেহেদী হাসান, মেহেদী হাসান রোমান, সুমাইয়া খাতুন, আহম্মেদ জুবায়ের সিদ্দিকী ও মুহিদ হাসান। রেজিস্ট্রার অফিস সুত্রে জানা যায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্মাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত তিনজন ছাত্রী সাকি রেজওয়ানা, মাহিমা জাহান, আফসানা হক নিপা কে র্যাগিং করার কারনে উক্ত বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ মোতাবেক ঐ পাঁচ জনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।
র্যাগিং এর ঘটনাটি তদন্তপূর্বক ভাইস চ্যান্সেলরের নিকট প্রতিবেদনটি সাত কার্যদিবসের মধ্যে পেশ করার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন, ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, ছাত্র উপদেষ্ঠা (ইবি), ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো: মাহবুবর রহমান।