সবদলকে সমান সুযোগ প্রদানের জন্য স্পীকারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার আহ্বান

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সংসদকে কার্যকর করতে সবদলকে সমান সুযোগ দিতে স্পিকার, ডেপুটি স্পিকারের প্রতি আহ্বান জানান- সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করারও আহ্বান জানান তিনি। টানা তৃতীয় বার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং দ্বিতীয় বার ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাষ্ট্রপতি আব্দুল হামিদের আহ্বানে বুধবার বিকেল তিনটায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে ঐক্যফ্রন্টের বিজয়ী সংসদ সদস্যরা যোগ দেননি। আর অসুস্থ থাকায় বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত হতে পারেননি। অধিবেশনের শুরুতে সংসদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রস্তাবকে সমর্থন করেন।
সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কণ্ঠভোটে তৃতীয়বারের মতো আগামী পাঁচ বছরের জন্য স্পিকার নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদ
ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন স্পিকারকে শপথ
পড়ান। পরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার হিসেবে আবারও নির্বাচিত
হয়ে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে চলতি অধিবেশনের মুল কার্যক্রম। প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানিয়ে দেয়া বক্তব্যে- সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনগণের প্রতি নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদকে কার্যকর করতে সবদলকে সমান সুযোগ দিতে স্পিকারের প্রতি আহ্বান জানান সংসদ নেতা। বিরোধী দলকে পরামর্শ দেন গঠন মূলক সমালোচনা করার।
শোকপ্রস্তাবের আলোচনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী সৈয়দ আশরাফের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রয়াত সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ সদ্যপ্রয়াতদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করে জাতীয় সংসদ। শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং চট্টগ্রামের সামশুল হক চৌধুরী হুইপ হিসেবে মনোনিত হয়েছেন।