সিনেমায় আসছেন ঐশী


জান্নাতুল ফেরদৌস ঐশী ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’ তে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আর গড়েছেন অনন্য রেকর্ড। এবারই প্রথম কোনো বাংলাদেশি ‘সেরা ৩০’-এ জায়গা করে নেন।
যদিও তিনি বিজয়ী হননি তবুও বাংলাদেশের বেশির ভাগ মানুষ এখন তাকে চেনেন। আর সেই পরিচিতিটাই কাজে লাগাতে চাইছেন নির্মাতারা।
ইতোমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এই সুন্দরীর সঙ্গে। এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমার প্রতিনিধি ঐশীর সঙ্গে কথা বলেছে। শিগগিরই গল্প নিয়ে বসব। ও রাজি হলে আগামী বছরেই হবে শুটিং।’
গত ২৫ ডিসেম্বর পরিচালক রাজু চৌধুরী বনানীর একটি রেস্টুরেন্টে ঐশীর সঙ্গে ‘রাজকন্যা’ ছবির গল্প নিয়ে বসেছিলেন। ছবির নাম ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন তিনি।
এ ব্যাপারে রাজু বলেন, ‘আমি ঐশীকে তার চরিত্র ও ছবির পরিকল্পনা সম্পর্কে সব বলেছি। সে কিছুদিন সময় নিয়েছে। আমি চাই, জানুয়ারি থেকে ক্যামেরা চালু হোক। আশা করছি তার আগেই ঐশীর সম্মতি পাব।’